প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৬:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২১, ১০:৪৬ অপরাহ্ণ
হোমনায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন

মো.ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
কুমিল্লার হোমনায় সরকার ঘোষিত ২য় দফা লকডাউনের প্রথম দিনে পুলিশ, স্কাউট শিক্ষক ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় কঠোর লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে ।
আজ শুক্রবার, সকাল ৬ টা থেকে হোমনা পৌরসভার চৌরাস্তা, বাসস্ট্যাণ্ড,পঞ্চবটী, ছিনাইয়াসহ হোমনা উপজেলার বিভিন্ন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করেন। এর আগে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২য় দফা লকডাউনের ব্যাপারে হোমনায় মাকিং করে জনসাধারণকে জানিয়ে দেওয়া হয়েছিল।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে জানান, সরকার ঘোষিত ২য় দফা লকডাউন বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থে প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর নীতি অনুসরণ করা হচ্ছে। এক্ষেত্রে যারা সরকারি নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লকডাউন বাস্তবায়নে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে থাকবে বলেও জানান তিনি। তাছাড়া সরকারি নির্দেশনা বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতাও কামনা করেন তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube