প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ৬:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২১, ৯:৫৭ অপরাহ্ণ
হোমনায় লকডাউন বাস্তবায়নে আরও কঠোর হতে যাচ্ছে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলাবাহিনী

মো.ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
কুমিল্লার হোমনায় সরকার ঘোষিত লকডাউনের ৭ম দিনেও পুলিশ ও সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় কঠোর লকডাউন অব্যাহত রেখেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে ।
আজ বুধবার হোমনা বাজার ও শ্রীমদ্দি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে । এসময় তিনি অহেতুক মোটরসাইকেল নিয়ে বের হওয়া এবং সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে কিছু দোকানপাট খোলা রাখার অপরাধে ৬টি মামলায় ৭ জনকে ২ হাজার ৬শ’ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় তিনি লকডাউনে সরকারি বিধিনিষেধ মেনে চলতে সকলকে আহ্বান জানানি এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন । জনগণকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, কেউ সরকারি বিধিনিষেধ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে জানান, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬টি মামলায় ৭ জনকে ২ হাজার ৬শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে আগামী দিনগুলোতে আরও কঠোর ভূমিকা পালন করবে। কারণ জনগণের মাঝে এখনও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করার প্রবণতা লক্ষ করা যাচ্ছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube