আইয়ুব আলী,হোমনা প্রতিনিধি>>
কুমিল্লার হোমনায় সরকারি নির্দেশানুযায়ী ১৪এপ্রিল থেকে ২১ এপ্রিল কঠোর লকডাউন কার্যকর করার জন্য হোমনা পৌর বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (হোমনা- মেঘনা সার্কেল) মো. ফজলুল করিম।
আজ বুধবার করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ রোধে বিভিন্ন বাজারে জনসমাগম না হওয়া, গাড়ি চলাচল ও দোকান বন্ধ রাখার জন্য অভিযান পরিচালনা করেন। এ সময় থানার এসআই আশেকুল ইসলাম,ইকবাল কবিরসহ পুলিশ সদস্যরা সঙ্গে ছিলেন। এদিকে হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ লকডাউন কার্যকর করার লক্ষে মাঠে কাজ করে যাচ্ছেন। মঙ্গলবার হোমনা বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে দোকান বন্ধ রাখার জন্য আলোচনা করেন।
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (হোমনা- মেঘনা সার্কেল) মো. ফজলুল করিম বলেন, করোনা সংক্রমন রোধে এ অভিযান পরিচালিত হয়। সরকারি নির্দেশ অনুযায়ী কঠোর লকডাউন কার্যকর করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।