আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি>>
কুমিল্লার হোমনায় করোনা সংক্রমণ রোধে সরকারের নির্দেশিত লকডাউন আইন অমান্য করার অপরাধে ৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের সহযোগিতায় সোমবার দুপুরে হোমনা পৌরসভার সদরে জনসচেতার পাশাপাশি লকডাউনের আইন অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ৯ টি মামলায় ২ হাজার একশত টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে । এ সময় সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়া, হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ, এসআই শামীম সরকার ও পৌর বাজার কমিটির সভাপতি দেলোয়ার হোসেন সুবলসহ পুলিশ সদস্যরা । এদিকে হোমনা পূর্বপাড়া করোনা পজিটিভ রোগীর হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বাড়ি পরিদর্শন করেন ইউএনও রুমন দে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে বলেন, সরকারের নির্দেশিত লকডাউন আইন অমান্য করার অপরাধে ৯ জনকে জরিমানা করা হয়েছে । এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।