প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৮, ২০২১, ১১:৩৪ অপরাহ্ণ
হোমনায় লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় ১৭ জনকে জরিমানা করলেন ইউএনও

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় সরকার ঘোষিত লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় ১১ টি মামলায় ১৭ জনকে ৪ হাজার ১ শ’ টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার দুপুরে সেনাবাহিনীর সহযোগিতায় হোমনা বাজার, বাসস্ট্যাণ্ড, চৌরাস্তা মোড় ও কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে এই জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে বলেন, সরকারি বিধি-নিষেধ অমান্য করে রাস্তায় অহেতুক ঘোরাফেরা করা ও মাস্ক না পরার অপরাধে ১১ টি মামলায় ১৭জনকে ৪ হাজার ১শ’ টাকা জরিমানা করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube