মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় র্যাব-১১ এর দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ মা'দকদ্রব্যসহ তিন জনকে গ্রে'ফতার করা হয়েছে। সোমবার উপজেলা সদর এবং পৌরসভাধীন শ্রীমদ্দি এলাকায় এ অভিযান চালায় র্যাব। এসময় তাদের বহনকারী দুইটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ১৫ লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাঁ'জা এবং ৪ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ২৮৪ বোতল ফে'ন্সিডিল জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার র্যাব-১১তে কর্তব্যরত এসআই ইসমাইল হোসেন বাদি হয়ে গ্রেফতার তিনজনের বিরুদ্ধে হোমনা থানায় মা'দক আইনে দুটি মামলা দায়ের করেন।
জব্দ মা'দকদ্রব্যসহ একটি সিএনজি দুটিকে থানায় জমা দেওয়া হয়। গ্রেফতার আসামীরা হলেন- কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের সুরেশ বর্মনের ছেলে অজিত বর্মন (২৫), হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের আনছার আলীর ছেলে তাইজুল ইসলাম তাজু (৩৭) ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে মো. ফরহাদ (২৩)। পরে আদালতের মাধ্যমে আসামীদের কারাগারে পাঠানো হয়েছে।
র্যাবের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোমনা ডিগ্রি কলেজ রোড এবং শ্রীমদ্দি পৌরসভার শ্রীমদ্দি এলাকার জলিল চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন রাস্তায় চেকপোস্ট বসায় র্যাব। পৃথক অভিযানে তথ্যানুযায়ী দুটি সিএনজি তল্লাশি করে ৫০ কেজি গাঁ'জা এবং ২৮৪ বোতল ফে'ন্সিডিল জব্দ করা হয়। আসামীরা মা'দকদ্রব্যগুলো ঢাকা, কুমিল্লা ও নারয়নগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সিএনজিযোগে বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিল। মঙ্গলবার হোমনা থানায় গ্রেফতারদের বিরুদ্ধে মা'দক আইনে মামলা দিয়ে জব্দ মা'দকদ্রব্য থানা জমা দেওয়া হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, 'মাদকদ্রব্যসহ র্যাবের হাতে আটক তিনজনের বিরুদ্ধে হোমনা থানায় দুটি মামলা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং উদ্ধার ৫০ কেজি গাঁ'জা এবং ২৮৪ বোতল ফে'ন্সিডিলসহ সিএনজি দুটি থানার মালখানায় রয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।