আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় রাস্তা হতে উদ্ধার হওয়া অসুস্থ বৃদ্ধা নুরজাহান বেগমের খবর নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান ইউএনও রুমন দে । আজ সোমবার হাসপাতাল পরিদর্শনে গিয়ে বৃদ্ধা মহিলার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং অন্যান্য রোগীদের খোঁজ খবর নেন তিনি । বৃদ্ধা নুরজাহান বেগমকে রোগীর কল্যাণ তহবিল হতে মানবিক সহায়তা প্রদান করার জন্য নির্দেশ প্রদান করা হয় । হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃদ্ধা মহিলার আত্নীয়- স্বজনদের খোঁজ খবর না পাওয়া পর্যন্ত চিকিৎসাধীন থাকার জন্য পরামর্শ প্রদান করেন ইউএনও রুমন দে । এ সময় সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস ছালাম সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, সমাজসেবা কর্মকর্তা মো. রমজান আলী ও আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ প্রমুখ ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বলেন , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বৃদ্ধা মহিলাসহ অন্যান্য রোগীদের খোজঁ খবর নেই । বৃদ্ধা মহিলা যত দিন হাসপাতালে থাকবে তত দিন যাবতীয় চিকিৎসাসহ মানবিক সহায়তা প্রদান করার জন্য নির্দেশ প্রদান করি ।
প্রকাশ, হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গত শুক্রবার দুপুরের দিকে কে বা কারা একজন অসুস্থ বৃদ্ধা মহিলাকে রেখে চলে গেছেন। উপজেলা যুবলীগের সদস্য সাইফুল ইসলাম জুয়েল ও এস কেএফ ফার্মার প্রতিনিধি মো. হোসাইন দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে গোসল করিয়ে চিকিৎসা দিয়েছেন। সে বর্তমানে হোমনা সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো.শহিদ উল্লাহ ও মেডিকেল অফিসার ডা. লুৎফর নাহার নিবিড়ের চিকিৎসাধীন রয়েছেন। বৃদ্ধা মহিলা নুরজাহান বেগম তার নাম ছাড়া ঠিকানা বলতে পারে না ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।