মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
হোমনা তিতাসের সংসদ সদস্য সেলিমা আহমাদ বলেছেন, আমাদের রাস্তা ঘাটের উন্নয়ন হবেই হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। হোমনা গৌরিপুর সড়কে যানবাহন ও মানুষের চলাচল করতে অত্যন্ত কষ্ট হয়। এ রাস্তারও কার্যাদেশ হয়ে গেছে, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।
হোমনা আদর্শ স্কুল থেকে তিতাস নদী পর্যন্ত পৌরসভা কর্তৃক নির্মিত নালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পৌরসভার উদ্যোগে রবিবার দুপুরে হোমনা আদর্শ স্কুল গেটে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
করোনা মহামারীর কারণে দীর্ঘ সময় উন্নয়ন কর্মকা- বিলম্বিত হয়েছে উল্লেখ করে সেলিমা আহমাদ বলেন, পৌরসভাসহ ইউনিয়ন পর্যায়ের প্রতিটি রাস্তার ম্যাপ নিয়ে কাজ করছি। যেখানে যেখানে কাজ বাকি আছে এগুলো দেখতে আপনাদের এক থেকে দেড় বছর লেগে যাবে। করেনার জন্য কিন্তু আমার হাত থেকে মোটামুটি তিন বছর চলে গেছে- এটা আপনাদের বুঝতে হবে। বাঁচাটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্চ ছিল। দোকানপাট, রাস্তা-ঘাট সব বন্ধ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখেন, আমার ওপর আস্থা রাখেন। আমাদের রাস্তা ঘাটের উন্নয়ন হবেই হবে।
মেয়র অ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, পৌর প্রকৌশলী মো. ফেরদৌস আহমেদ, সহকারী প্রকৌশলী মো. জহির উদ্দিন, পৌর আওয়ামী লীগের য্গ্মু সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম ও বর্তমান সভাপতি মো. ফয়সাল সরকার, পৌর কাউন্সিলর এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, ৩ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে তিতাস নদী পর্যন্ত ১০১৮ মিটার পয়ঃনিস্কাশন ড্রেনটি নির্মাণ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।