মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি : “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বঙ্গন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় হোক মহান বিজয় দিবসের অঙ্গীকার” এ প্রতিপাদ্যে কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজ সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনার পর সাভার জাতীয় স্মৃতি সৌধে প্রধানমন্ত্রীর পুস্পস্তপক অর্পণ এর পর পর হোমনা উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তপক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এমপি সেলিমা আহমাদের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন, হোমনা সার্কেল অফিস, হোমনা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন স্কুল-কলেজ, হোমনা উপজেলা প্রেস ক্লাব ও হোমনা প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন । এর পর সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি, রোভার স্কাউট, বাংলাদেশ স্কাউট, গালর্স-গাইড, স্কুল-কলেজ, মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ইউএনও তাপ্তি চাকমা ও ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী । বেলা ১১ টার পর উপজেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান এবং “সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার ও মুক্তিযুদ্ধ” শীর্ষক আলোচনা সভা, সিম্পোজিয়াম ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদসদস্য সেলিমা আহমাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন। এ সময় ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী, বীর মুক্তিযোদ্ধা সাবেক যুগ্ম সচিব আলী আহমেদ, আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ, এরশাদ হোসের মাস্টার , খন্দকার হুমায়ুন কবির, উপজেলা ছাত্র লীগের সভাপতি ফয়সাল সরকার প্রমুখ। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেন এমপি সেলিমা আহমাদ। বাদ যোহর জাতির শান্তি ও অগ্রগতি কামনায় মসজিদে মোনাজাত, মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা করা হয় এবং সকল এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকাল ৩ টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা একাদশ বনাম সুধীজন একাদশ প্রীতি ফুটবল ম্যাচ এবং খাদিজা মেমোরিয়েল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের অংশগ্রহণে ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৬ টায় কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।