মো. ইব্রাহিম খলিল:
কুমিল্লার হোমনা উপজেলার বাগমারা গ্রামে মোবাইল কোর্টের অ়ভিযান পরিচালনা করে পরিবেশ দূষণকারী চামড়া পোড়ানোর অবৈধ কারখানা বন্ধ করে দিয়েছেন সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান।
আজ মঙ্গলবার এ অভিযান পরিচালনা করে কারখানাটি বন্ধ করে দেয়া হয়। এসময় কারখানার সপক্ষে প্রয়োজনীয় কাগজ দেখাতে না পারায় কারখানার মালিক রাজিব চৌধুরীর পক্ষে তার শাশুড়ি খোদেজা বেগমকে বায়ু দূষণ বিধি অনুযায়ী ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান জানান,
'আজ হোমনা উপজেলার পৌর এলাকার পার্শ্ববর্তী বাগামারার সাধারণ মানুষের দুর্ভোগের শেষ হলো। এলাকাটিতে চামড়া পোড়ানোর একটি অবৈধ কারখানা ছিল যা থেকে এর পার্শ্ববর্তী এলাকাসমুহে অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়ত। বিশেষকরে রাতের বেলায় যখন চামড়া পোড়ানো হত, চামড়া পোড়া গন্ধে এলাকার মানুষের জনজীবন ছিল বিপর্যস্ত। আজ উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা স্যারের নির্দেশনায় সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে এবং কারখানার সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় কারখানার মালিক রাজিব চৌধুরীর শাশুড়ি খোদেজা বেগম কে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।'
উল্লেখ্য, কিছুদিন পূর্বে নিলখী ইউনিয়ন এর সিনাইয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে একইরকম বায়ু দূষণকারী ও দুর্গন্ধ সৃষ্টিকারী আরো একটি অবৈধ চামড়া পোড়ানোর কারখানা বন্ধ করে দেয়া হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।