মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
রাষ্টীয় সম্পদ প্রাকৃতিক গ্যাসের অ'বৈধ ব্যবহার প্রতিরোধে মোবাইল কোর্টের অভিযানে প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে ১১০০ ফুট অ'বৈধ পাইপলাইন অপসারণপূর্বক ৬০ টি অ'বৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
গতকাল সোমবার (৫ ডিসেম্বর২০২২ খ্রি.) সারাদিন কুমিল্লার হোমনা উপজেলার মধ্যকান্দি সংলগ্ন কারারকান্দি, কাচারী কান্দি ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের অ'বৈধ সংযোগ বি'চ্ছিন্নকরণ ও অ'বৈধ পাইপলাইন উ'চ্ছেদে মোবাইল কোর্টের এ পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান। এসময় তাকে সার্বিক সহযোগিতা করেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর ডিজিএম প্রকৌশলী ছগীর আহমেদ, মোরশেদ আজম বাকী বিল্লাহ, গৌরিপুর অফিস ম্যানেজার মো. জিয়াউল হক এবং চৌকস পুলিশ সদস্যগণ।
জানা গেছে, মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রায় দেড় কি.মি. এলাকাজুড়ে ৩টি অ'বৈধ সোর্স পয়েন্ট ক'র্তনপূর্বক প্রায় ১১০০ফুট অ'বৈধ পাইপলাইন অপসারণ করে পাইপগুলো জব্দ করা হয়। এসময় ৬০টি অ'বৈধ সংযোগ বি'চ্ছিন্ন করা হয় ও ৩২টি রেগুলেটর জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ গ্যাস আইনে একজনকে ১০ হাজার টাকা অ'র্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান জানান, 'উপজেলার মধ্যকান্দি সংলগ্ন কারারকান্দি, কাচারীকান্দি ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের অ'বৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ ও অ'বৈধ পাইপলাইন উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ১১০০ ফুট অ'বৈধ পাইপলাইন অপসারণপূর্বক ৬০ টি অ'বৈধ সংযোগ বি'চ্ছিন্ন করা হয়েছে এবং ৩২ টি রেগুলেটর জব্দ করা হয়েছে।'
রাষ্ট্রীয় সম্পদের অপচয় এবং অ'বৈধ ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. ব্যবস্থাপনা পরিচালক(এমডি) শংকর মজুমদার জানান, 'গ্যাসের অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন হলেই বৈধ গ্রাহকরা পর্যাপ্ত গ্যাস পাবেন।'
প্রসঙ্গত, গ্যাসের এ অবৈধ সংযোগের কারণেই গত কয়েক বছর ধরে বৈধ গ্রাহকরা পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না এবং তাদেরকে বছরের পর বছর গুনতে হচ্ছে গ্যাস বিল। পাশাপাশি তাদের রান্না-বান্নার কাজে ব্যবহার করতে হচ্ছে এলপি গ্যাস বা লাকড়ী। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।