আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় ৪র্থ ধাপে উৎসবমুখর পরিবেশে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । রবিবার সকাল ৮টায় ভোট শুরু হয়ে বিকাল ৪ টায় ভোট গ্রহণ শেষ হয়।এতে ফের মেয়র পদে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উপদেষ্টা ও হোমনা উপজেলা আওয়ামীলীগের সহ -সভাপতি আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অ্যাড. মো. নজরুল ইসলাম নৌকা প্রতীকে ১১,৪৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আবদুল লতিফ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩,২৮৮ ভোট ।
সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত হলেন -১,২ও ৩ নং ওয়ার্ডে সুকিয়া বেগম ,৪,৫ও ৬ নং ওয়ার্ডে শিল্পি বেগম ও ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে ফাতেমা আক্তার (আনারস) । কাউন্সিলর পদে -১নং ওয়ার্ডে- মো. বিল্লাল হোসেন, ২নং ওয়ার্ডে- মো. আবুল হোসেন,৩নং ওয়ার্ডে-শফিকুল ইসলাম সবু , ৪নং ওয়ার্ডে- মো. আবুল কালাম আজাদ, ৫নং ওয়ার্ডে- শাহনুর আহমেদ সুমন, ৬নং ওয়ার্ডে- মোন্নাফ মিয়া ,৭নং ওয়ার্ডে -কামাল হোসেন জামাল, ৮নং ওয়ার্ডে- আবদুল কাদির ও ৯নং ওয়ার্ডে- আবদুছ ছোবহান বিজয়ী হয়েছেন । জানা গেছে, হোমনা পৌরসভায় ৯ ওয়ার্ডে ১১টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ২৫ হাজার ৪০জন।
কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, পৌরসভা নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।