নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও কর্মী-সমর্থকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা
মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি>>
কুমিল্লার হোমনায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা এবং লাঠিসোটা নিয়ে হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেলে ৩ নং দুলালপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের প্রার্থী মো. বাইজিদ তার বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ তুলে ধরে বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে তার কর্মী-সমর্থকরা ফুটবল প্রতীকের প্রচারকাজ সেরে বাড়ি ফিরছিল। এসময় প্রতিপক্ষ তালা প্রতীকের প্রার্থী মোশারফ হোসেনের লোকজন তার (বাইজিদের) কর্মী-সমর্থকদের হুমকি- ধমকি, নানাভাবে উত্ত্যক্ত এবং অশোভন আচরণ করে। পরে লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে তার কয়েকজন কর্মী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে তিনি তার নিজের এবং কর্মী-সমর্থকদের নিরাপত্তা ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কায় রয়েছেন। এমতাবস্থায় সাংবাদিক সম্মেলনে তিনি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর কাছে জোর দাবি জানান।
এ ব্যাপারে তালা প্রতীকের প্রার্থী মোশারফ হোসেন বলেন, তার অভিযোগ সত্য নয়। বরং তার ছেলে আশরাফুলকে আটকে রেখে মারধর করেছে। খবর পেয়ে তার চাচাতো ভাই হবি তাকে উদ্ধার করতে গেলে তাকেও আক্রমণ করে। এতে তার ছেলে ও চাচাতো ভাই আহত হয়। এসময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটতে পারে এবং কেউ আঘাত পেতেও পারেন এমন কথা শুনেছেন; তবে তা তিনি জানেন না।
হোমন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, এ ঘটনায় একটি জিডি হয়েছে। নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে আইনশৃঙ্খলাবাহিনী যথেষ্ট সোচ্চার রয়েছে। নির্বাচন সুষ্ঠু করার জন্য সর্বাত্মক প্রস্তুতি আমাদের রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।