আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০০ জন বীরমুক্তিযোদ্ধা ও ১১০ জন ইমামের মাঝে প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ১ লক্ষ ৫ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনের এমপি সেলিমা আহমাদ মেরীর নির্দেশনায় উপজেলার নিলখী ইউনিয়নের বাবরকান্দি গ্রামের কৃতী সন্তান বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন তরিকুল আমিনের সহযোগিতায় সোমবার হোমনা ইসলামিক ফাউন্ডেশন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে কার্যালয়ে এ অনুদান প্রদান করা হয় ।
অনুদান বিতরণ অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার,বীর মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন খন্দকার,আ. রহমান, মো. আনু মিয়া খন্দকার, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা হাফেজ মো. ইব্রাহিম, ইসলামি ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মো. বিল্লাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. মোকবল হোসেন মুকুল, মো.জাকির হোসেন মাস্টার ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম মোনায়েমসহ অনুদানপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও ইমামগণ এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।