আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধির অনুসরণ না করা এবং মাস্ক পরিধান না করায় ৪ দোকানদারকে ৫০০ টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত । উপজেলা যৌথবাহিনীর সহযোগিতায় সোমবার বিকেলে হোমনা বাজারের আল রশিদ প্লাজা ও ঘারমোড়া গরু বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার এবং সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. ফুয়াদ এ সময় উপস্থিত ছিলেন ।
জানা গেছে, বাজারে আগত জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরার জন্য উৎসাহিত করা হয় । এছাড়া মাস্ক ব্যতীত বাজারে প্রবেশ বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) রুমন দে বলেন, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধির অনুসরণ না করা এবং মাস্ক পরিধান না করায় ঘারমোড়া বাজার ও হোমনা বাজারে অভিযান চালিয়ে চারজন দোকানদারকে ৫০০টাকা করে দুই হাজার টাকা জরিমানা করি এবং এ অভিযান অব্যাহত থাকবে ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।