মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা:
কুমিল্লার হোমনায় পারফরমেন্স বেইজড গ্র্যাণ্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন্স স্কীমের আওতায় এসএমসি/এমএমসি / জিবি এর সভাপতি, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানগণের সমন্বয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদসদস্য সেলিমা আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। সংসদসদস্যের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুষ্ঠানের উদ্বোধন করেন।
একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। এতে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা কমাণ্ডার মো. মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সুপার মাওলানা আব্দুস সাত্তার প্রমুখ। প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন জেলা প্রশিক্ষণ কোঅর্ডিনেটর লায়লা খানম ও টেকনিক্যাল সহায়তায় ছিলেন শিক্ষক মো. আমিনুল ইসলাম। উক্ত ওয়ার্কশপে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সভাপতি, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।