আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে রবিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের স্থানীয় এমপি সেলিমা আহমাদ (সিআইপি) ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খন্দকার । উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিনের সঞ্চালনায় মতবিনিময় করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল , ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা, আবদুল মান্নান সরকার, প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ, মো. লুৎফর রহমান, মো. সামসুল হক সরকার, মো. জালাল উদ্দিন ,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দা ফাহমিদা পারভীন ও সহকারী প্রধান শিক্ষক আমেনা আক্তার প্রমুখ ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।