মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
প্রতিদিনের মতো দিন শেষে রবিবার সন্ধ্যায় শাটার তালাবদ্ধ করা হয় আলাউদ্দিন ট্রেডার্সের পাইকারী চালের ব্যবসা প্রতিষ্ঠানটি। রাত দুইটা ছাব্বিশ মিনিট। দোকানের ভেতরে মধ্যরাতে হঠাৎ প্র'চণ্ড বি'স্ফোরণ। বি'কট শব্দে আ'তঙ্কে ঘুম ভাঙে আশেপাশের মানুষের। ঘর থেকে ছুটে বের হন অনেকেই। লোকজন দোকানে ঢুকে অগ্নিনির্বাপন যন্ত্র দিয়ে আ'গুন ও ধোঁ'য়া নিয়ন্ত্রণ করেন। রাতে দোকানে কেউ ছিলেন না। ফলে কেউ হতাহত হয়নি। তবে এতে পাঁচ-ছয় লাখ টাকার ক্ষ'তি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। কীভাবে এবং কীসের মাধ্যমে এই বি'স্ফোরণের ঘটনা ঘটেছে কেউই বলতে পারছে না। আপাতত পুলিশও বলতে পারছে না এর কারণ। ফলে সৃষ্টি হয়েছে রহস্যের। সোমবার কুমিল্লার হোমনায় পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন আলাউদ্দিন ট্রেডার্সে র'হস্যজনক এ বি'স্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনা থানাকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে রাতেই ছুটে আসেন চালের গদির মালিক ব্যবসায়ী মো. আলাউদ্দিন। এসময় বি'স্ফোরকের কোনো আলামতও দেখেননি কেউ। অথচ বি'স্ফোরণ, আগুন, ধোঁয়া। তালা লাগানো অবস্থায় শক্তিশালী শাটার ভেঙে দুমরে মুচড়ে বাহিরে ছিটকে পড়ে আছে।
সোমবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, চালের গদির ভেতরে উত্তর দিকে একটি ভেন্টিলেটর আগুনে কালচে দাগ পড়ে গেছে। ভেতরে সেটি অক্ষত থাকলেও বাহির থেকে কিছু অংশ ভাঙা। স্টেক ভেঙে চালের বস্তা এলোমেলো। দুটি শাটার বাহিরে দুমরে মুচড়ে পড়ে আছে।
দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত দুইটা ছাব্বিশ মিনিটে দোকানের ভেতরে বোমার মতো প্রচণ্ড বিস্ফোরণে আগুনের কুণ্ডলী নিচে পড়ছে; ধোঁয়া নির্গত হচ্ছে। প্লাস্টিকের চালের বস্তা থেকে চাল গড়িয়ে পড়ছে। আগুন নিভে গেছে।
চালের গদির মালিক ব্যবসায়ী আলাউদ্দিন বলেন, প্রতিদিনের মতো সেদিনও আমার পাইকারী চালের দোকানটি তালবদ্ধ করে বাড়িতে চলে যাই। মধ্যরাতে স্থানীয় লোকজনের মাধ্যমে আমার দোকানে বি'স্ফোরণে আ'গুন লাগার খবর পেয়ে ছুটে আসি। এসে দেখি বি'স্ফোরণের কারণে দোকানের শাটার ভেঙে বাহিরে পড়ে রয়েছে। বি'স্ফোরণের আগুনে ২৩০ বস্তা চাল বি'নষ্ট হয়ে পাঁচ-ছয় লাখ টাকার ক্ষতি হয়। আশেপাশের লোকজন এসে অগ্নিনির্বাপণ গ্যাস স্প্রে করে আ'গুন নিয়ন্ত্রণ করে। দোকানের ভেন্টিলেটরটি ভা'ঙা ও আ'গুনে পো'ড়া চিহ্ন রয়েছে।
তিনি আরও বলেন, কেউ হয়তো শ'ত্রুতাবশত আমার ক্ষ'তি করার উদ্দেশে ভেন্টিলেটর ভে'ঙে দোকানের ভেতরে বি'স্ফোরক দ্রব্য নিক্ষেপ করে না'শকতামূলক ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-০৩ এর ডিজিএম শওকাতুল আলম জানান, তিনিও বোমার মতো বি'স্ফোরণের প্রচণ্ড শব্দ শুনেছেন। তবে বি'কট শব্দের কারণ বলতে পারবেন না।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাসের বি'স্ফোরণ। ভেতরে কোনো বিষাক্ত গ্যাস জমেও এমন বি'স্ফোরণের ঘটনা ঘটতে পারে। বি'স্ফোরকের কোনো আলামতও পাওয়া যায় নি। অধিকতর তদন্ত ছাড়া এ বি'স্ফোরণের সঠিক কারণ বলা যাচ্ছে না।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।