আইয়ুব আলী,হোমনা প্রতিনিধি>>
কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৫০ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে এগারো টার দিকে রামকৃষ্ণপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা যায় ,রামকৃষ্ণপুর বাজার ব্যবসায়ীরা এশার নামাজের পর দোকান বন্ধ করে সবাই বাড়িতে চলে যায়। হঠাৎ রাত ১১.৩০ মিনিটের দিকে বাজারে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। স্থানীয় লোকজন খবর পেয়ে দ্রুত আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে হোমনা ও মুরাদনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়ে। এতেক্ষণে বাজারের চালের দোকান, ফার্মেসী,তেলের দোকান, সারের দোকান, স্বর্ণের দোকান ও কাপড়ের দোকানসহ মোট ৫০ টিরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং আনুমানিক ৬ কোটি টাকার ক্ষতি সাধিত হয়।
হোমনা ফায়ার সার্ভিসের টিম লিডার ওসমান গনি বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। মুরাদনগর ফায়ার সার্ভিসের সহযোগিতায় দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হই।
হোমনা- মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার রুমন দে বলেন, খবর পেয়ে আমি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি। এতে বাজারের ব্যাপক ক্ষতি হয়েছে। আমি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করতে বলেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।