মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
কুমিল্লার হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।করোনা মহামারীর দ্বিতীয় ধাপের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে আজ রোববার বিকালে হোমনা পৌরসভার চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাস্ক না পরা, লাইসেন্সবিহীন মোটরযান চালানো, সিএনজিতে যাত্রীদের নিকট হতে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া এবং ট্রলিতে বালি পরিবহণের সময় ত্রিপল দিয়ে ঢেকে না দেওয়ায় সাধারণ জনগণের চোখে বালি উড়ে এসে পড়ে যা পরোক্ষভাবে পরিবেশ দূষণের কারণ - এসব অপরাধে ১১ টি মামলায় মোট ১৬ জনকে ৫,০০০/- ( পাঁচ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।