মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় ভ্রাম্যমাণ আদালতে দুই হোটেল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করেন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফলমূল-ছোলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য স্থিতিশীল রাখা, ইফতারে রঙ ও অন্যান্য কেমিক্যাল মিশ্রণ না করে ভেজাল মুক্ত রাখা, হোটেল-রেস্তোরাঁগুলো পরিস্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখা এবং সর্বোপরি রমজানের পবিত্রতা রক্ষায় হোমনা উপজেলা প্রশাসন কর্তৃক সোমবার হোমনা বাজারে বাজার মনিটরিং, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এসময় বাজারের নিউ মোল্লা হোটেলের ফ্রিজে পূর্বের শিক কাবাব এবং রান্না করা খাবার ও কাঁচা মাছ-মাংস একসাথে ফ্রিজে রাখার অপরাধে হোটেল মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্য একটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ পরিলক্ষিত হওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাজারের ফল দোকান, মুদি দোকানসহ অন্যান্য দোকানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয় এবং সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী জানান, পবিত্র মাহে রমজানে ব্যবসায়ীরা যাতে নিজেদের ইচ্ছামতো দ্রব্যমূল্য বাড়াতে না পারে এবং মানুষ যাতে স্বাস্থ্যকর খাবার খেতে পারে সেকারণে রমজানের পূর্ব থেকেই আমরা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে আসছি।জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।