মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় কৃষি জমি থেকে অ'বৈধভাবে ড্রেজার ও ভেকু মেশিনের সাহায্যে মাটি উত্তোলনের অভিযোগে দুই জনকে সাড়ে ৩ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মিরশ্বিকারী এবং ফজুরকান্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। এতে ড্রেজার পরিচালনাকারী মিরশ্বিকারী গ্রামের মো. জহিরুল ইসলামকে ৩ লাখ এবং ভেকুর পরিচালক ফজুরকান্দি গ্রামের মো. ফারুক আহমেদ বকুল মেম্বারকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইউছুফ হাসান এ দণ্ডাদেশ দেন। সঙ্গে সঙ্গে তাদের ড্রেজার ও ভেকু সরিয়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। এসময় সঙ্গে ছিলেন হোমনা থানা পুলিশের এসআই মো. ইকবাল মনির, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. আবদুল করিম সরকার, নায়েব মো. হারুনুর রশিদ প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইউছুফ হাসান জানান, 'তারা কৃষি জমি কেটে অ'বৈধ ড্রেজার ও ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলন করে অন্যত্র বিক্রি করছিল।'
তিনি আরও বলেন, 'ফসলি জমি ও পরিবেশ রক্ষায় অ'বৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন হোমনার অভিযান অব্যাহত থাকবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।