মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় বাঁধ দিয়ে নদী ভরাটের চেষ্টা করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জ'রিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান ভ্রাম্যামাণ আদালতের অভিযানে এ আদেশ দেন। আড়ালিয়া রামকৃষ্ণপুর এলাকার জনৈক আলী আজমের ছেলে মোহাম্মদ মাসুদ ভূঁইয়াকে এই জরিমানা করা হয় এবং মাটি ফেলে সৃষ্ট বাঁধ আগামী পাঁচ দিনের মধ্যে অপসারণের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর আড়ালিয়া এলাকায় ভ্রাম্যামাণ আদালতের এ অভিযান চলে।
সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান বলেন, ‘নদী দ'খল করার চেষ্টা আইনত দণ্ডনীয় অপরাধ। রামকৃষ্ণপুর আড়ালিয়া সংলগ্ন তিতাস নদীতে বাঁধ দিয়ে ভরাটের তথ্য পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ঘটনাস্থলে উপস্থিত মোহাম্মদ মাসুদ ভূঁইয়া স্বীকার করেন- তিনিসহ আরো কয়েকজন মিলে ভরাটের জন্য নদীর মধ্যে মাটি ফেলে বাঁধ দিয়েছেন। নদী দ'খলের অপরাধ স্বীকার করায় মাসুদকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৬ (ঙ) ধারা লঙ্ঘন করায় এই জরিমানা করা হয়।'
তিনি আরও বলেন, 'নদী খেকো এবং অ'বৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি খে'কোদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সর্বদা সজাগ আছে এবং এ বিষয়ে নিয়মিত অভিযান অব্যাহত আছে।'
এছাড়া যখনই কোথাও এই ধরনের ঘটনা ঘটে তা সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনকে জানাতে সকলের কাছে অনুরোধ জানান তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।