প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ১১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২১, ১০:৩৩ অপরাহ্ণ
হোমনায় ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর জেল-জরিমানা

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় ৪ মাদকসেবীকে ২মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে দুইশ’ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে হোমনার চৌরাস্তা সংলগ্ন মৃত লাখ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন। এসময় হোমনা থানার এস আই শামীম সরকার ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
দণ্ডিতরা হলেন- হোমনা চৌরাস্তা এলাকার লাখ মিয়ার ছেলে মো. আল আমিন (২৬), উত্তর পাড়ার আশাদ মিয়ার ছেলে মো. শাহিন (২২), হরিপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে মো. নাছির মিয়া (৩৫) ও একই গ্রামের মৃত মোস্তফা কামালের ছেলে মো. রেজাউল করিম (২০)।এ সময় তাদের কাছ থেকে পাঁচ গ্রাম ইয়াবা, এক প্যাকেট সিগারেট, চার পুরিয়া গাঁজা ও একটি দেয়াশলাই বক্স উদ্ধার করা হয়েছে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার রুমন দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুঁড়া করা ইয়াবা ও গাাঁজাসহ চার মাদকসেবীকে আটক করে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ’ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube