মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
কুমিল্লার হোমনায় করোনাভাইরাস প্রতিরোধের লক্ষে লকডাউন বাস্তবায়নে কঠোর ভূমিকা পালন করছেন হোমনা উপজেলা প্রশাসন।
আজ সোমবার করোনা মোকাবিলায় সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষে পৌরসভার চৌরাস্তা মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে গণপরিবহণ চালানোর অপরাধে ৯ টি মামলায় ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে গণপরিবহণ চালানোর অপরাধে ৯ টি মামলায় ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও বলেন, সকল ইউনিয়ন ও পৌরসভায় মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি সহায়তা পৌঁছানো হবে। সকল সম্মানিত জনসাধারণকে নির্দেশনা মেনে চলতে বিশেষভাবে অনুরোধ করা হলো। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।