মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় বেড়াতে এসে গোসলে নেমে সলিল সমাধি হলো ষোলো বছরের তরুণ মো. রাব্বি। নিখোঁজের বিশ ঘণ্টা পর আজ মঙ্গলবার বেলা সাড়ে বারোটায় পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার লাশ উদ্ধার করে।
সোমবার বেলা আড়াইটায় উপজেলার তেভাগিয়া গ্রামে নদীতে ডুবে নিখোঁজের এ ঘটনা ঘটে। সে ঢাকা রামপুরা থানার মলিবাগ (মাটির মসজিদ সংলগ্ন) চৌধুরী পাড়ার মৃত আলাউদ্দিন ও ওলেদা বেগমের সন্তান। এ ঘটনায় হোমনা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
থানা ও পরিবার সূত্রে জানা যায়, মো. রাব্বি সোমবার তার চাচাতো ভাইয়ের শ্বশুর মনির হোসেনের কুমিল্লার হোমনা উপজেলার তেভাগিয়া গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল। ওই দিন বেলা আড়াইটার দিকে চাচাতো ভাই ও অন্যান্যের সঙ্গে গ্রামের পাশের স্টিল ব্রিজের নিচে নদীর তীরে পানি নিয়ে খেলা করছিল। খেলাচ্ছলে পরনের কাপড় ভিজে গেলে গোসলের উদ্দেশ্যে পানিতে নামে। এক পর্যায়ে পা ফঁসকে অথৈ পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় স্রোতের পানিতে তলিয়ে যায় রাব্বি। সঙ্গে সঙ্গে সবাই খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের ডুবুরি দল এসেও ওই দিন নিখোঁজ রাব্বিকে উদ্ধার করতে সক্ষম হয়নি। পুনরায় আজ মঙ্গলবার হোমনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মা ওলেদা বেগম মঙ্গলবার হোমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দেন।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবদীন বলেন, 'রাব্বি তার চাচাতো ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিল। অন্যান্যদের সঙ্গে পাশের নদীতে গোসল করতে গিয়েছিল। সাঁতার না জানায় স্রোতের পানিতে ডুবে যায়। মঙ্গলবার ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় তার লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় হোমনা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।