মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি>>
কুমিল্লার হোমনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শ্রেষ্ঠ জয়িতাদের এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে উপজেলা পরিষদ মিলনাতয়নে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রুমন দে’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রমাণিক, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস আকন্দ, প্রধান শিক্ষক নজরুল ইসলাম , সহকারী শিক্ষক মনিরুল ইসলাম মমিন ও তাইজুল ইসলাম, শিক্ষার্থী নাফিসা ইসলাম ও সাদিয়া জাহান প্রমুখ। বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জন শেষ্ঠ জয়িতাকে মনোনীত করা হয়। জয়িতারা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মারিয়া জাহান মনিকা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল নারী ডা. হাজেরা বিবি, সফল জননী রাহেলা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী জিনাত আফরোজ ও সমাজ উন্নয়ে অবদান রেখেছেন যে নারী রিজিয়া বেগম। পরে জয়িতাদের ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে সংবর্ধিত করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।