আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনকারী ৫ জন জয়িতাকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা প্রাপ্তরা হলেন, সফল জননী- সুফিয়া বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী- জাহানারা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ইসমত আরা মমতাজ, সমাজিক উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী - মাফিয়া বেগম, নির্যাতনে বিভীষিকা মুছে ফেলে ঘুরে দাঁড়িয়েছে যে নারী- সাহেরা বেগম । এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয় ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তারের সঞ্চালনায় নারীর জীবন ও সংগ্রামের গৌরবগাঁথা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম , সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়া, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মো. মাহবুবুর রহমান, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সহকারী প্রধান শিক্ষক কামরুন্নাহার, জয়িতা সুফিয়া বেগম ও ইসমত আরা মমতাজ ও শিক্ষার্থী জেসী আক্তার প্রমুখ । পরে জয়িতাদের সম্মাননা স্মারক, ও সনদপত্র প্রদান করা হয় ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।