মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় করোনায় ক্ষতিগ্রস্ত বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনাতয়নে আলোচনা সভায় ইউএনও রুমন দে'র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন অফিসার বেলায়েত হোসেন, জাইকার উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের উপজেলা ডেভেলাপমেন্ট ফ্যাসিলিটেটর খালিদ মোস্তাফিজ প্রমুখ।
যুব ও ক্রীড়া বিষয়ক উপজেলা কমিটির বাস্তবায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় ৪০ জন বেকার যুবককে হোমনা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তিনজন দক্ষ প্রশিক্ষক দ্বারা মাসব্যাপী এ ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।