
মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ইয়ুথ ফর হিউম্যান রাইটস্ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন হোমনা উপজেলা শাখার কার্যকারী কমিটির উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি সকাল সাড়ে ১০ টার দিকে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়। র্যালিতে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন, সহকারী শিক্ষক আবদুল আলীম, আল আমিন, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, নাজমুল আলম, শামীমা নাহার, রুমা আক্তার, আমেনা আক্তার ও বাসার তাসাউফ, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির কেন্দ্রীয় কো-অর্ডিনেটর এম. এ জলিল, রুপালী লাইফ ইন্সুরেন্স এর ইনচার্জ সবুজ ভৌমিক, ইয়ুথ ফর হিউম্যান রাইটস্ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন হোমনা উপজেলা শাখা কার্যকারী কমিটির সহ-সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মো. আবদুল বাতেন , আবুল হোসেন, নুর মোহাম্মদ প্রমুখ অংশগ্রহণ করেন।