মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সদরে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ‘৮ শ' কোটির পৃথিবী সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যত গড়ি’- এ প্রতিপাদ্যের আলোকে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদসদস্য সেলিমা আহমাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার, উপজেরা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হারুন-আল রশীদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গাজী ইলিয়াস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন ফারুক, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. শাহজালাল প্রমুখ। পরে কাজের স্বীকৃতি স্বরূপ পরিবার কল্যাণ সহায়িকা তাছলিমা আক্তার, পরিবার পরিকল্পনা পরিদর্শক আমিনুল ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শক জাকিয়া সুলতানা ও সেকমো মো. রফিকুল ইসলামকে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।