মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় বাড়ির পাশে রাস্তায় রড কাটার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত এবং ১ জন আহত হয়েছেন । নিহত লিটন (৪০) উপজেলার তাতুয়াকান্দি গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে এবং গুরুতর আহত ব্যক্তি একই গ্রামের রাজ মিয়ার ছেলে ফয়সাল (২০)। আহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা পেশায় রাজমিস্ত্রী। আজ বুধবার সকালে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের আলমমপুর গ্রামের হক মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
সহকর্মী ফরিদ মিয়া জানান, ‘লিটনসহ তারা পাঁচ জন আলমপুর গ্রামের হক মিয়ার বাড়িতে রাজমিস্ত্রীর কাজে যান। এদের মধ্যে লিটন ও ফয়সাল রাস্তায় রড সোজা করার কাজ করছিলেন; আমরা ছিলাম ভেতরে। হঠাৎ বিকট শব্দ শুনে বেরিয়ে দেখি তারা দু’জন দু’দিকে ছিটকে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, নিহত লিটন একজন রাজমিস্ত্রী। রাস্তার মধ্যে রড সোজা করার কাজ করতে গিয়ে সেসহ আরেকজন ওপরে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে ঢাকায় রেফার করেন। এ ব্যাপারে কারও কোনো অভিযোগ না থাকায় সামাজিকভাবে দাফন কাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।