মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি>>
কুমিল্লার হোমনায় বিদ্যুতস্পৃষ্টে চার বছরের এক শিশু নিহত এবং দুই জন আহত হয়েছে। নিহত শিশু গোপাল সরকার (৪) পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার উজানচর গ্রামের প্রবাসী সুজন সরকারের ছেলে। আহতরা হলেন- হোমনা উপজেলার বড় ঘারমোড়া গ্রামের সাইজুদ্দিন মিয়ার স্ত্রী শান্তি বেগম (৪০) এবং কলাগাছিয়া গ্রামের হাজিল মিয়ার ছেলে বাবু (২৫)। গতকাল মঙ্গলবার বেলা এগারোটা এবং বারোটার দিকে নিজ নিজ বাড়িতে বিদ্যুতস্পৃষ্টে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত শিশুর চাচা জানান, শিশু গোপাল সরকার বাড়ির সবার অজান্তে খাটিয়ায় বালিশের ওপর বালিশ দিয়ে তার ওপর উঠে দেয়ালের সুইচ বোর্ডে সুইচ টিপতে গেলে সকেটের ভেতর আঙ্গুল ঢুকে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়ে। তার গোঙানির শব্দ পেয়ে স্বজনরা দৌড়ে এসে তাকে উদ্ধার করে হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিশুটি বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছে। বিদ্যুতায়িত হয়ে শিশুটির হাতের আঙ্গুল পুড়ে গেছে। বাকী দুইজন যার যার বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এদের মধ্যে শান্তি বেগমকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে এবং বাবু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।