মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি>>
কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয়ের ৫০ বছর ও সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ভোরে ৫০ বার তোপধ্বনি ও উপজেলা পরিষদ চত্বর কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকাল ৮টায় পরিষদ মাঠে ইউএনও রুমন দে’র সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম পুলিশ বাহিনী কর্তৃক শসস্ত্র অভিবাদন গ্রহণ করেন। এসময় পাশে ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ। পরে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং বিজয়ী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে "জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন" শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে ইউএনও রুমন দে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদসদস্য সেলিমা আহমাদ মেরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সাহিদুল হক দেওয়ানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সচিব আলী আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহসীন সরকার পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, মহিলা ভাইস চেযারম্যান নাছিমা আক্তার রীনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোশারফ হোসেন, গোলাম রব্বানী, এরশাদ হোসেন মাস্টার ও হুমায়ুন কবীর খন্দকার, প্রমুখ।
শেষে বিজয়ের ৫০ বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।