মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনয় চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কয়েক হাজার নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। উপজেলা, পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ রবিবার বেলা এগারোটায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী মিছিল সহকারে প্রথমে উপজেলা সদর কান্দা রোডের কবরস্থান সংলগ্ন একটি মাঠে জড়ো হয়ে সমাবেশ করে। পরে তাদের বিক্ষোভ মিছিলটি আদর্শ উচ্চ বিদ্যালয় ও পল্লী বিদ্যুৎ অফিস রোড হয়ে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। সমাবেশে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল হকের সভাপতিত্বে অন্যান্যের মত্যে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যড. আজিজুর রহমান মোল্লা, সহ সভাপতি মো. আলমগীর সরকার, বর্তমান সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, সহ সভাপতি জাকির হাসান, পৌর বিএনপির সভাপতি মো. মোজাম্মেল হক মুকুল ও সাধারণ সম্পাদক ছানাউল্লাহ সরকার, বিএনপি নেতা আ. আজিজ সাব মিয়া, মো. শাহজাহান মোল্লা চেয়ারম্যান, মো. শাহ আলম, যুবদল নেতা সাইফুল ইসলাম রাজা ও শাহ আলম হিমেল ও অহিদ মোল্লা প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।