মো. ইব্রাহিম খলিল:
কুমিল্লার হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের বাঁশির কারিগর মো. আবুল কাশেমের চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন কুমিল্লার সাবেক এসপি এবং ঢাকা রেঞ্জের বর্তমান ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার)পিপিএম।
আজ বুধবার সন্ধ্য ৭ টার দিকে হোমনা উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা ঢাকার নিউ মার্কেটে ব্যবসায়ী রাসেল মাহামুদ সোহেল ডিআইজির পক্ষে অসুস্থ মো. আবুল কাশেমের ছেলে মো. আল- আমিন এর নিকট আর্থিক সহায়তার নগদ ১০ হাজার টাকা তুলে দেন।
জানা গেছে, মো. আবুল কাশেম দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত। টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারছে না।
রাসেল মাহমুদ সোহেল বলেন, 'শ্রীমদ্দি গ্রামের আ'লীগ নেতা মো. ইয়াছিন বাঁশির কারিগর মো. আবুল কাশেমের অসুস্থতার বিষয়ে জানিয়ে সহযোগিতা চাইলে আমার পরিচিত ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম স্যারকে বিষয়টি অবগত করি। তিনি আবুল কাশেমের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা পাঠান। সেটি আজকে তার ছেলের কাছে দেয়া হয়েছে।'
মো. আবুল কাশেমের ছেলে মো. আল-আমিন বলেন, 'নুরুল ইসলাম স্যার কুমিল্লায় থাকাকালীন বাঁশির সুবাদে একাধিকবার আমাদের বাড়িতে এসে ছিলেন। স্যার আমাদের দুর্দিনে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি এবং আমাদের পরিবার স্যার প্রতি চির কৃতজ্ঞ।'
বাঁশির কারিগর মো. আবুল কাশেমের অসুস্থতার সংবাদ আপনি কীভাবে জানতে পেরেছেন জানতে চাইলে ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলেন, 'রাসেল আমার সাথে যুক্ত আছে। তার মাধ্যমেই জেনে ব্যক্তিগত তহবিল থেকে তার চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দেয়া হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।