মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় বসন্তবরণ ও গ্রামীণ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে হোমনা রেহানা মজিদ মহিলা কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।
কলেজের প্রতিষ্ঠাতা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদের সভাপতিত্বে বসন্তবরণ ও গ্রামীণ পিঠা উৎসবের উদ্বোধন করেন কলেজের ম্যানেজিং কমটিরি সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা।
প্রভাষক সুলতানা রিজিয়া আক্তারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, ওসি মো. সাইফুল ইসলাম, হোমনা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ্, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ওয়াসিম, পিআইও নাহীদ আহমেদ জাকির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণ, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর হোমনা জোনাল অফিসের ডিজিএম মো. শওকাতুল আলমসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্ত-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকব, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এ ছাড়া কয়েকশ’ দর্শনার্থী উৎসব উপভোগ করেন। এতে কলেজের ছাত্রীরা পিঠা পুলির বিভিন্ন স্টল স্থাপন করেন। উৎসবে জামাই পিঠা, পুলি, ভাঁপা, কুলি, পাটিসাপটা, পাক্কন, দুধচিতই, চিতই, সেমাই, রিং, সুজি পিঠাসহ নানান বাহারি নামের প্রায় ২০ পদের পিঠা প্রদর্শন এবং বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হয়। এ উপলক্ষে উৎসব স্থলে কলেজের ছাত্রী এবং স্থানীয় সংস্কৃতিকর্মীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।