মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় বর্ণাঢ্য আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় গৌরবের ৫২তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি ও উপজেলা পরিষদ চত্বর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, থানা, আওয়ামী লীগ, বিএনপি, হোমনা উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ৮টায় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে’র সভাপতিত্বে প্রধান অতিথি সংসদ সদস্য সেলিমা আহমাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম পুলিশ বাহিনী কর্তৃক অভিবাদন গ্রহণ করেন। এসময় পাশে ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমন্য ব্যক্তিবর্গের সমন্বয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।