প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৩:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২১, ৯:২৩ অপরাহ্ণ
হোমনায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন সেলিমা আহমাদ এমপি
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
কুমিল্লার হোমনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা-২ (হোমনা-তিতাসের) সংসদসদস্য সেলিমা আহমাদ এমপি এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ।
উদ্বোধনী খেলায় নিলখী ইউনিয়ন একাদশ বনাম ঘারমোড়া ইউনিয়ন একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে।এতে উপজেলা নির্বাহী অফিসার রুমন দে’র সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, পৌরমেয়র অ্যাড.মো. নজরুল ইসলাম আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুজ্জামান খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, যুবলীগ সাধারণ সম্পাদক কায়সার আহমেদ, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, দলীয় নেতৃবৃন্দ ও কয়েক শতাধিক দর্শক খেলাটি উপভোগ করেন।
উক্ত টুুুুর্নামেন্ট হোমনা পৌরসভা ও ৯ টি ইউনিয়ন অংশগ্রহণের কথা রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube