মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
জাতীয়ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর কুমিল্লার হোমনায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৪ স্থানীয়ভাবে উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে মাঠে স্থানীয়় খামারী ও উদ্যোক্তাদের অংগ্রহণে গবাদি পশু-পাখির ৪০টি স্টল স্থাপন করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়়।
“প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ” -এ প্রতিপাদ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌরমেয়়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়়ারম্যান মহাসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা,
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ফজলুল হক মোল্লা, মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন ও আবুল কাশেম প্রধান, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ জয়নাল আবেদীন এবং পরিচালনায়় ছিলেন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মোরশেদ আলম।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।