মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
“পুষ্টি মেধা দারিদ্র বিমোচন, প্রাণিসম্পত প্রদর্শর্নীর আয়োজন” এই শ্লোগানে কুমিল্লার হোমনায় দিনব্যাপি প্রাণিসস্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই প্রাণিসস্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ উক্ত প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তমা মনি ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাড. মো.নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, কুমিল্লা জেলার ভেটেরিনারি অফিসার ডা. সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার এ কে এম বাহারুল ইসলাম তালুকদার, ওসি তদন্ত আজিজুল বারী ইবনে জলিল, দাউদকান্দি উপজেলার প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হোমনা উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি মো. গোলাম মাওলানা, সফল খামারি নাছির উদ্দিন প্রমুখ। পরে প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।