মো. ইব্রাহিম খলিলঃ
কুমিল্লার হোমনায় পুলিশ সুপারের নির্দেশনায় ও ওসি মো. সাইফুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে ১৫ হাজার ৬শ' পিস ইয়াবার চালানসহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ।
আজ শনিবার সিনাইয়া-পাড়ারবন্দ রাস্তা থেকে প্রাইভেটকারসহ মাদকের এই চালানটি আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, হোমনা থানার বিশেষ অভিযান চলাকালে সিনাইয়া থেকে পাড়ারবন্দগামী রাস্তায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হচ্ছিল। হঠাৎ একটি প্রাইভেটকার দূর থেকে ব্যাক গিয়ারে পিছন দিকে চলা শুরু করে। পুলিশ ধাওয়া করলে প্রায় ৫০০ মিটার ব্যাকে গিয়ে গাড়িটি হঠাৎ ছিটকে পড়ে। এসময় দু'জন আসামী গাড়ি থেকে নেমে গ্রামের ভুট্টা ক্ষেতের ভিতর দিয়ে পালিয়ে যায়। পুলিশ ও এলাকাবাসী পিছনে ধাওয়া করলেও আসামি গ্রেফতার করতে সক্ষম হয় নি। পরবর্তীতে গাড়ির ভিতর থেকে ১৫ হাজার ৬শ' পিস ই'য়াবা উদ্ধারসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়। পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
হোমনা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, 'হোমনাকে মাদকমুক্ত করার লক্ষ্যে এসপি স্যারের সার্বিক দিক নির্দেশনায় হোমনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় আজ হোমনা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ হাজার ৬শ' পিস ইয়াবা উদ্ধারসহ একটি প্রাইভেটকার জব্দ করে। এসময় আসামিরা পালিয়ে যায়। পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রসঙ্গত, হোমনা থানা পুলিশ মাদক উদ্ধারে বিশেষ কৃতিত্বের জন্য সম্প্রতি আইজিপি'র দেয়া পুরস্কারও পেয়েছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।