আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় শারীরিক দূরত্ব বজায় রেখে নিত্যপণ্য বিক্রয়ের জন্য খোলা জায়গা পরিদর্শন করেন উপজেলা প্রশাসন । করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনগণের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আজ বুধবার উপজেলার হোমনা সদর, দুলালপুর,ঘারমোড়া ও রামকৃষ্ণপুর বাজার খোলা মাঠে বসানোর জন্য জায়গা পরিদর্শন করা হয় ।
উপজেলা নিবার্হী কর্মকর্তা তাপ্তি চাকমার নেতৃত্বে হোমনা-মেঘনা সার্কেল এএসপি মো.ফজলুল করিম , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, দুলালপুর ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সওদাগর, পৌর বাজার কমিটির সভাপতি দেলোয়ার হোসেন সুবলসহ পুলিশবাহিনী এ সময় উপস্থিত ছিলেন ।
জানা গেছে, শারীরিক দূরত্ব নিশ্চিত করতে দুই এক দিনের মধ্যে হোমনা উপজেলার বিভিন্ন হাট বাজারের মাছ,তরকারি, দুধ ও নিত্যপণ্যের দোকানগুলো বাজার থেকে সরিয়ে খোলা মাঠে দূরত্ব ভেদে বসিয়ে দেওয়া হবে । বিশেষ করে বড় বাজারগুলো খোলা মাঠ, কলেজ কিংবা স্কুল মাঠ খুঁজে খুঁজে জায়গা নির্ধারণ করা হবে । ব্যবসায়ীদের সেখানে দূরত্ব বজায় রেখে সরকার ঘোষিত নির্ধারিত সময় পর্যন্ত ব্যবসার কাজ পরিচালনার করতে পারবে ।
এদিকে সামাজিক দূরত্ব বজায় রাখা, হোম কোয়ারান্টাইন নিশ্চিত করা, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে চলে আসা ব্যক্তিদের ঘরে রাখার ব্যবস্থা করা, বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখা, বাহিরে ঘুরাঘুরি করা জনসাধারনকে ঘরে ফেরানো,জনগণের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সহায়তা প্রদান করা, জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণকৃত ত্রাণের তদারকি করা, হাট-বাজার,পাড়া মহল্লা,ও সড়কগুলোতে রাতের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বক্ষণিক কর্মতৎপরতায় ব্যস্ত সময় পার করছেন প্রশাসন।
এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা বলেন, করোনা সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব বজায় রেখে উপজেলা সদর, দুলালপুর, ঘাড়মোরা, কাশিপুর,রামকৃষ্ণপুরসহ সবকটি হাট-বাজারের জন্য খোলা মাঠের ব্যবস্থা করা হচ্ছে ।