মো. ইব্রাহিম খলিল, হোমনা,কুমিল্লাঃ
কুমিল্লার হোমনায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমি ও গৃহহীন ১২ টি পরিবারের মাঝে জমি ও গৃহের দলিল হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৬ হাজার ২২৯টি পরিবারকে গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এরপর পরই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে তৃতীয় পর্যায়ে আশ্রয়ণ প্রকল্পের অধীনে হোমনা উপজেলার মাথাভাঙা ইউনিয়নের ১২টি ভূমি ও গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিকভাবে জমি ও গৃহের দলিল হস্তান্তর করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি জনগণের উপভোগ করার জন্য প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে'র সভাপতিত্বে পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোল্লা, আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইলিয়াছ, সদস্য মাহবুব খন্দকার ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুকসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমিসহ ঘর পেয়ে ভূমি ও গৃহহীন পরিববারগুলো প্রধানমন্ত্রীসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।