মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় দোয়া, মিলাদ মাহফিল, আনন্দর্যালি, আলোচনাসভা ও কেক কেটে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদের সভাপতিত্বে সদরের দলীয় কার্যালয়ে এবং কুমিল্লা-০২, হোমনা তিতাস আসনের এমপি সেলিমা আহমাদ সমর্থিত নেতা-কর্মীরা লঞ্চ ঘাট রোডে অবস্থিত রাজনৈতিক কার্যালয়ে পৃথক কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়।
এমপির রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংসদসদস্য সেলিমা আহমাদ। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফজলুল হক মোল্লার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসীন সরকার, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, পৌর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ম- সম্পাদক সাদেক সরকার ও গাজী ইলিয়াস, সদস্য মাহবুব খন্দকার, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, আ'লীগ সদস্য মেজবাহ উদ্দিন সরকার, যুবলীগ সভাপতি খন্দকার নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেলোয়ার হোাসেন ফারুক ও ছাত্রলীগ সভাপতি মো. ফয়সাল সরকার প্রমুখ।
অপরদিকে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনাসভায় আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- দলের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, দপ্তর সম্পাদক আবুল কাশেম প্রধান, সাবেক পৌর কাউন্সিলর মো. মানিক মিয়া ইমন প্রমুখ।
শেষে দুই গ্রপের উদ্যোগে আলাদা আলাদাভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে উপজেলা সদরের বিভিন্ন সড়কে আনন্দর্যালি অনুষ্ঠিত হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।