মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় পূজামণ্ডপে ডিজে মিউজিক বাজিয়ে নাচতে না দেওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি ও মারামারির অপরাধে ১৬ জনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের রঞ্জিত সাহার বাড়ির সার্বজনিন পূজা মন্ডপের বাইরে এ ঘটনা ঘটে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা মোবাইল কোর্ট পরিচালনা করে এদের ১৪ জনকে দশ দিনের জেল এবং ২ জন সিএনজি চালককে এক হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- ১. অমিত সরকার ২. সজিব সরকার ৩. সম্পদ সরকার ৪. প্রমিত সাহা ৫. রাজু সরকার ৬. সিপন সরকার ৭. দেবব্রহ চন্দ্র সরকার ৮. শাহিন ৯. আল আমিন ১০. শামীম ১১. জাভেদ ১২. জুয়েল ১৩. ইব্রাহিম ১৪. আরিফ এবং সিএনজি চালকরা হলো- শাহ জালাল ও ইব্রাহিম।
পূজামন্ডপ পরিচালনা কমিটির সভাপতি পরিমল চন্দ্র সাহা জানান, রাতে আমরা আরতি এবং ভজন শেষ করে ঢাক বাজাচ্ছিলাম। এমন সময় হোমনা থেকে কিছু ছেলেপেলে এসে আমাদের লোকজনকে ঢাক বন্ধ করে বক্স বাজানোর কথা বলে। তাতে আমরা রাজি না হওয়ায় মণ্ডপ থেকে বের হয়ে গিয়ে তারা গেইটের কাপড় এবং কারেন্টের তার ছিড়ে ফেলে। এ সময় আমাদের এলাকার এক মুসলিম যুবকেরা তা দেখে ফেলে তাদের বাধা দেয়। সেখানেই তার সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের চার জন আহত হয়।আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন- সম্পদ সরকার, রাজু সরকার , মেহেদী হাসন ও সবুজ।
এ ব্যাপারে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, রোববার রাত ১০ টার দিকে হোমনার বাগমারা থেকে কিছু ছেলে দুলালপুরের রঞ্জিত সাহার সার্বজনিন পূজামন্ডপে গিয়ে ডিজে মিউজিক বাজিয়ে নাচতে চায়। কিন্তু কমিটির লোকজন তাদের তা করতে না দেওয়ায় মণ্ডপ থেকে বেরিয়ে গিয়ে ওই ছেলেরা বাইরের গেইটের কাপড় ও তার ছিড়ে ফেলে এবং সেখানে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাদের গ্রেফতার করি। মোবাইল কোর্টের মাধ্যমে ১৪ জনের দশ দিন করে জেল এবং ২ জনের এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্তদের কুমিল্লা জেল হাজতে পাঠানো হচ্ছে।
উপজেলা নির্বাহী ম্যজিস্ট্রেট ও ইউএনও তাপ্তি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত এগারোটায় ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে ১৪ জনকে দশ দিনের জেল এবং ২ জন সিএনজি চালককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।