মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় পুলিশের সঙ্গে ডা'কাতের গু'লি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে একজন আ'হত হয়েছেন। গুলিবিদ্ধ একজনকে গ্রে'প্তার এবং এসময় একটি দেশীয় পা'ইপগান, ১ রাউণ্ড তাজা কা'র্তুজ ও ১টি লম্বা দা' জব্দ করেছে পুলিশ।
গত রবিবার গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশ ও হোমনা থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনাকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের হোমনা দুলালপুর রোডের দক্ষিণ চুনারচর গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি হলেন ওই এলাকার শরীফপুর গ্রামের মো. রবিউল আউয়াল টিপু (৩৫)। পুলিশর প্রাথমিক জিজ্ঞাসাবদে সে নিজেকে ডা'কাত দলের সদস্য বলে জানায়। এ ঘটনায় গ্রে'ফতার আহত মো. রবিউল আউয়াল টিপুর বিরুদ্ধে একটি অ'স্ত্র মামলা ও পলাতক সহযোগী ৭ জনসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে হোমনা থানায় ডা'কাতির প্রস্তুতিসহ দুইটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গত রবিবার রাত ২টা পনেরো মিনিটে জেলা গোয়েন্দা পুলিশর একটি টিম অ'বৈধ অ'স্ত্র উদ্ধার, ডা'কাতি প্রতিরোধ ও বিশেষ অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে- একটি স'শস্ত্র ডা'কাতদল ডা'কাতি করার উদ্দেশে হোমনা উপজেলার ২নং ঘাগুটিয়া ইউনিয়নের দক্ষিণ চুনারচর এলাকার হোমনা-দুলালপুর রোডের আনার ব্রিজের আশে পাশে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ডিবি টিম ও হোমনা থানা পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে স'শস্ত্র ডা'কাত দলটি পুলিশকে লক্ষ্য করে গু'লি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যেতে থাকে। তখন পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গু'লি ছুঁড়ে। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ডা'কাতদলকে গ্রেফতারের উদ্দেশে তল্লাশী অভিযান চালায়। তল্লাশী করে আ'হত অবস্থায় ঘটনাস্থলে একজনকে পাওয়া যায়। এসময় একটি দেশীয় পা'ইপগান, এক রাউন্ড তাজা কা'র্তুজ, একটি লম্বা দা' উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে গ্রে'ফতারকৃত আ'হত মো. রবিউল আউয়াল টিপুকে হোমনা উপেজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে স্থনান্তর করা হয়। বতমানে গ্রে'ফতার রবিউল আউয়াল টিপু কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন আছে।
গ্রে'ফতারকৃত মো. রবিউল আউয়াল টিপুর বিরুদ্ধে চু'রি, ডা'কাতি এবং ডা'কাতির প্রস্তুতিসহ ৭টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ডিবি এবং হোমনা থানা পুলিশের যৌথ অভিযানে এলাকার চিহ্নিত ডা'কাত রবিউল আউয়াল টিপুকে গ্রে'ফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অ'স্ত্র ও সহগযোগী পালাতক আরও সাতজনসহ অজ্ঞাত আরও চার পাঁচ জনের নামে ডা'কাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।