মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত হোমনার জনসভায় মানুষের ঢল নেমে এসেছে। কোথাও তিল ধারণের জায়গা ছিল না। আজ বৃহস্পতিবার(৪ জানুয়ারি) বিকেলে কুমিল্লার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় সেলিমা আহমাদ এমপি সমাজের অবহেলিত নারীদের উদ্দেশে বলেন, 'আমাদের মা-বোনেরা যেন ঘরে বসে পাঁচ থেকে দশ হাজার টাকা আয় করতে পারে সে ব্যবস্থা করে দেওয়া হবে। আমাদের ভাইয়েরা কেউ বেকার থাকবে না। তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এখানে অর্থণৈতিক অঞ্চল গড়ে তোলা হবে।'
স্বতন্ত্র প্রার্থীর প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে সেলিমা আহমাদ বলেন, 'দল আপনাকে মনোনয়ন দেয়নি কেন? আপনারা নিজেদেরকে আওয়ামী লীগ দাবি করেন, লগি বৈঠার লোক দাবি করেন। তাহলে পোস্টারে লগি বৈঠার ছবি কোথায়? এখনও দুই দিন সময় আছে যদি পারেন এর ছবি লাগান। এই প্রতীক জননেত্রী শেখ হাসিনা আপনাদের লাগানোর অনুমতি দেননি।'
উপস্থিত জনগণের উদ্দেশে তিনি বলেন, '২০১৮ সালে নৈাকার মনোনয়ন পেয়ে আপনাদের ভোটে, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এমপি হয়েছি। নৌকা হলো- স্বাধীনতার প্রতীক, নৌকা হলো মুক্তিযুদ্ধ এবং হাজার হাজার মুক্তিযোদ্ধার প্রতীক, বাংলা মায়ের প্রতীক, হোমনা-মেঘনার জনগণের ভালোবাসার প্রতীক।'
সেলিমা আহমাদ এমপি শিক্ষায় গুরুত্ব আরোপ করে বলেন, 'শিক্ষা আমাদের অত্যন্ত প্রয়োজন। এবারও আপনাদের ভালোবাসা পেলে, এমপি হতে পারলে যেখানে স্কুল-কলেজ নাই সেখানে স্কুল- কলেজ করা হবে। উপজেলার প্রতিটি ইউনিয়নে যত খাস জমি আছে সেগুলো উদ্ধার করে সেখানে খেলার মাঠ গড়ে তুলবো।'
এসময় তিনি প্রতিটি মানুষের কাছে দোয়া চান এবং আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে আহ্বান জানান।
উক্ত জনসভায় পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে জনসভায়দ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু সালেহ মোহাম্মদ গোলাম আম্বিয়া সোহেল, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাতলুব আহমাদ, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন সিকদার, হোমনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, যুব লীগ সভাপতি খন্দকার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. কায়সার বেপারী, সাংগঠনিক সম্পাদক তানভীর ইসলাম মুরাদ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার, পৌর ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মিরাজ প্রমুখ। সঞ্চলানায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন খন্দকার।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।