মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা:
কুমিল্লার হোমনায় নবাগত অফিসার ইনচার্জ( ওসি) জয়নাল আবেদীনের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের পৃথক অভিযানে ৮০ পিস ই'য়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার চান্দেরচর ও ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ ও শোভারামপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ওমরাবাদ গ্ৰামের আব্দুল কাদির বেপারীর ছেলে শফিকুল ইসলাম (৫৮) কে ৫০ পিস এবং শোভারামপুর গ্ৰামের আরশাদ মিয়ার ছেলে আবুল কালাম (৩০) ও ভিটি কালমিনা গ্ৰামের মো. রবিউল্লাহর ছেলে তৌহিদ মিয়াকে (২২) ৩০ পিস ই'য়াবাসহ আটক করা হয়।
তাদের বিরুদ্ধে হোমনা থানায় দুটি মাদক মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হোমনা থানার অফিসার ইনচার্জ(ওসি) জয়নাল আবেদীন জানান, 'বুধবার রাতে পুলিশের বিশেষ অভিযানে তিনজনকে ৮০ পিস ই'য়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হোমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরের পর আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।'
তিনি আরও জানান, ‘ মান্যবর এসপি স্যারের নির্দেশ মোতাবেক হোমনাকে অপরাধমুক্ত রাখতে চু'রি, ডা'কাতি, ছি'নতাই, স'ন্ত্রাস, চাঁ'দাবাজি, মা'দক ও জু'য়াড় সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত আছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।