আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করলেন রুমন দে। তিনি আজ মঙ্গলবার ২১ জুলাই ২০২০ খ্রি. তারিখে হোমনায় নতুন ইউএনও হিসেবে যোগদান করেন । এর আগে তিনি লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ।
জানা গেছে, তিনি ৩৩ তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে প্রথমে চাপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন । এরপর রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে একই পদে দায়িত্ব পালন করেন । তারপর তিনি চাদঁপুর জেলার কচুয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন এবং কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন ।
তিনি চট্রগ্রাম জেলার বাশঁখালী উপজেলার স্থায়ী বাসিন্দা । ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত । তাহার সহধর্মিনী বিসিএস পুলিশ সার্ভিসে কর্মরত আছেন ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।